স্বাগত বাণী এই অংশে দৃশ্যমান হবে।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন সালন্দর কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সালন্দরের জনহিতৈষী দুরদর্শী সম্পন্ন ব্যক্তি জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী সাহেব প্রাইমারী পাস করা শিক্ষার্থীদের অধীকতর উচ্চ শিক্ষা গ্রহনের নিমিত্তে আরাজী কৃঞ্চপুর মডেল প্রাইমারী কলেজকে জুনিয়র হাই কলেজে উন্নীত করার লক্ষ্যে গত ১৫/০৬/১৯৬২ তারিখ বেলা আড়াইটায় এক সাধারণ সভা আহবান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন তৎকালীন সালন্দর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান জনাব মোঃ দানেশ আলী সাহেব। উক্ত সভায় জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী সাহেবের প্রস্তাবে ও জনাব ডাঃ মোঃ হাসিরউদ্দিন সরকারের সমর্থনে এবং সর্বসম্মতিক্রমে আরাজী কৃঞ্চপুর মডেল প্রাইমারী কলেজকে জুনিয়র হাই কলেজে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সাধারণষ সভায় উপস্থিত ছিলেন:
(১) জনাব মোঃ হাফিজউদ্দিন চৌধুরী।   
(২) জনাব আলহাজ্ব কমরুল হুদা চৌধুরী।  
(৩) জনাব ডাঃ মোঃ হাসিরউদ্দিন সরকার। 
(৪) জনাব মোঃ দানেশ আলী (চেয়ারম্যান) 
(৫) বাবু দস্তরাম বর্ম্মন। 
(৬) জনাব মোঃ আলীমুদ্দিন। 
(৭) জনাব মোঃ হকদেল আলী মিয়া। 
(৮) জনাব মোঃ কোরবান আলী। 
(৯) বাবু সত্য নারায়ন সাহা। 
(১০) জনাব মোঃ আলীমুদ্দিন মিয়া...